মানুষের ত্বকে 'ইপিদার্মিস'-এ 'স্ট্যাটম কর্নিয়াম' একটি স্তর থাকে। এটি পলিথিনের আবরনের মত শরীরকে আবৃত করে আর পানি ধারন করে ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে এবং ক্ষতিকর পদার্থ শরীরে প্রবেশ করতে বাধা দান করে। এই স্তর যখন ক্ষতিগ্রস্ত হয় এর পানি ধারন করার ক্ষমতা কমে যায় তখনই ত্বক শুষ্ক হয়ে যায়।
শীতকালেঅনেকেরইপাফেটেযাওয়ারপ্রবণতাদেখাযায়।এইধরনেরসমস্যাযাদেরবেশিহয়তাদেরআক্রোফ্লেভিনদ্রবনেকিছুসময়ভিজিয়েরেখেপাভালোভাবে শুকিয়ে ভেসলিন লাগিয়ে রাখলে উপকৃত হবে। তাছারাও পানি ও গ্লিসারিনের মিশ্রণ অথবা অলিভওয়েল বা নারিকেল ব্যবহার করেও পা ফাটা নিয়ন্ত্রণ করা যায়।