ভারী মেকাপ? ভয় নেই জেনে নিন কিছু ত্বকের যত্নের টিপস

ভারী মেকাপ? ভয় নেই জেনে নিন কিছু ত্বকের যত্নের টিপস

Beauty Blogs
Hit Count : 348
  • আজকাল মেকাপ সচেতন প্রায় সবাই।সবার ড্রেসিং টেবিলের ড্রয়ারে কিছু না কিছু  মেকাপ সামগ্রী থাকেই।বাইরে যাওয়া, অফিস বা ভার্সিটি সব নারীরাই হালকা মেকাপ নিয়ে থাকেন, আর উৎসব আনন্দে তো কথাই নাই৷  তবে মেকাপ করা বা না করা সেটা আজকের বিষয় নয়৷ বিষয় হচ্ছে  মেকাপ করার পর এই নানা ধরনের আইটেম ব্যবহারে ত্বকের উপর যে প্রভাব পড়ে তা থেকে  ত্বক রক্ষিত রাখতে কি করবেন৷ অর্থাৎ মেকাপ নেওয়ার পর ত্বকের যত্ন, চলুন তবে জেনে নি কিভাবে মেকাপ পরবর্তী ত্বকের যত্ন নেবেন।

    December 14,2021/by Lutfun Nahar Luna

    Department of ICE (BAUET).                                                                                https://www.facebook.com/lutfunnahar.luna.7543

     

    প্রথমত যেকোনো উৎসব আয়োজনে অনেক বেশি মেকআপ করা হয়। আর এধরণের ভারি মেকাপ নিলে কখনোই অতিরিক্ত ঘনত্ব রয়েছে এমন সাবান অথবা ফেস ওয়াস ব্যবহার করা যাবে না। তার পরিবর্তে বেবি ফেস ওয়াস অথবা ত্বকের ধরণ বুঝে প্রসাধনী ব্যবহার করতে হবে। 

    ত্বকের যত্ন:

    1.ত্বকের ধরণ বুঝে ভালো কোন ক্লিন্সার দিয়ে ত্বক পরিষ্কার করুন। ঘন মেকাপ নিলে তা ত্বকের লোমকূপের ভেতর পর্যন্ত চলে যায়। তাই আলতো ভাবে কিছুটা সময় নিয়ে ২/৩ বার ক্লিন্সার দিয়ে ত্বক পরিষ্কার করতে  

    2. নরম কোন গামছা অথবা তাওয়াল দিয়ে ত্বকে কিছুক্ষণ চেপে রাখতে পারেন। তবে কোনোভাবেই ত্বক ঘসা দেওয়া যাবে না। এতে করে ত্বকে বসে থাকা ময়লাগুলো উঠে আসবে। 

    3. মেকাপের গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে লিপস্টিক। আর বর্তমানে নারীরা  দীর্ঘ সময় থাকে এমন লিপস্টিক ব্যবহার করেন। এ লিপস্টিকগুলো কমপক্ষে ৯ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত ঠোঁটে লেগে থাকে। যার ফলে ঠোঁট অনেক সময় রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। তাই ঠোঁটের এধরনের সমস্যায় ওয়েট টিস্যু ব্যবহার করতে পারেন। আলতো ভাবে ঘষে লিপস্টিক তুলে নিন। লিপস্টিক তুলে ভ্যাসলিন লাগাতে হবে। 

    4.চোখের মেকআপ তুলার ক্ষেত্রে সচেতন হতে হবে। খেয়াল রাখতে হবে এমন প্রসাধনী ব্যবহার করতে হবে যেগুলোতে রাসায়নিক পদার্থের পরিমাণ তুলনামূলক কম। চোখের নিচের দাগ দূর করতে অ্যালভেরা জেল লাগাতে পারেন।



                                                 

    মেকাপের ফলে ত্বকের ক্ষতি ও সমাধান:
    1. ত্বকের নানা রকম খুঁত ঢাকতে হরহামেশাই মেকআপ করা হয়। বিভিন্ন উৎসব-পার্বণেও সাজতে হচ্ছে। তবে অনেক দিন ধরে চড়া মেকআপ করতে করতে ত্বকের কিছুটা ক্ষতি হয়েই যায়। এই ক্ষতি পুষিয়েও নেওয়া যেতে পারে, তবে তা লম্বা সময়ের ব্যাপার। তাই ত্বক রুক্ষ নিস্তেজ হওয়ার আগেই নিয়মকানুন জেনে সেভাবে মেকআপ করা ভালো।
    2.ত্বকের নিচেই চর্বির যে স্তর থাকে তা গরমে গলে লোমকূপ দিয়ে বের হয়ে আসে। মেকআপ করতে প্রথমে কনসিলার, কমপ্যাক্ট পাউডার, ব্লাশন দিয়ে মুখের ওপর কয়েকটা পরত দিয়ে ঢেকে যায়। এই মেকআপ ভালোমতো না তুললে লোমকূপের গোড়া বন্ধ হয়ে যাওয়ায় ঘাম বের হয়ে আসতে পারে না। মেকআপ আর নানা রকম জীবাণু ও ময়লা লোমকূপের গোড়ায় জমে থাকার ফলে দেখা দেয় ব্রণ ও ফুসকুড়ি।
    3.আজকাল বাজারে বিবি ক্রিম অথবা একধরনের কমপ্যাক্ট পাওয়া যাচ্ছে, যা ব্যবহার করলে আলাদা করে অনেক কিছু ব্যবহার করার প্রয়োজন নেই। ত্বকে যাঁদের কোনো দাগ নেই তাঁরা হালকা একটু পাউডার পাফ করে গালে ব্লাশন বুলিয়ে নিলেই বাড়তি মেকআপের প্রয়োজন পড়ে না।

                                                         

    জানা যাক অভিজ্ঞদের থেকে  কিছু টিপস:
    রূপবিশেষজ্ঞ শারমিন কচি মনে করেন, এ ধরনের সমস্যা ঠেকাতে প্রতিকারের আগে প্রতিরোধ দরকার। তাই সবার আগে প্রয়োজন ত্বকের নিয়মিত যত্ন নেওয়া। এই যত্ন নেওয়ার মধ্যে সঠিক উপায়ে মেকআপ করা এবং তা তুলে ফেলা অন্তর্ভুক্ত। যেমন মুখে শুধু কনসিলার দিয়ে তার ওপর কমপ্যাক্ট পাউডার বা ওপরে অন্য কোনো স্তর ব্যবহার না করে সরাসরি সূর্যের আলোর নিচে গেলে ত্বক পুড়ে যেতে পারে। তাই বেশ মেকআপ কী কী ব্যবহার করতে হবে এবং কোনটির পর কোনটি লাগানো উচিত তাও জেনে নেওয়া প্রয়োজন। হালকা বেস করলে চাইলে সবার আগে মুখ ভালোমতো ধুয়ে ময়েশ্চারাইজার মেখে কিছুক্ষণ অপেক্ষা করে শুধু কমপ্যাক্ট পাউডার লাগাতে পারেন। মুখের কোনো খুঁত ঢাকতে চাইলে সেখানে পাউডার ব্যবহারের আগেই লাগিয়ে নিতে হবে কনসিলার অথবা প্যানকেক। এতে এই বেস ভারী হয়ে যাবে, তখন তার ওপর বুলিয়ে নিতে পারেন ব্লাশন। মডেল ও অভিনেত্রী সুজানা জাফর শুটিংয়ের প্রয়োজনে মাঝে মাঝে চড়া মেকআপ নিয়ে থাকেন। খুব দরকার না হলে সে ভারী মেকআপ এড়িয়ে যান বলে জানালেন। মেকআপ ভারী হলে অলিভ অয়েল দিয়ে মুখে কিছুক্ষণ মালিশ করে মেকআপ ওঠান। এরপর ব্যবহার করেন ক্লেনজার এবং ময়েশ্চারাইজার। এই নিয়ম পালনে কখনো গাফিলতি নেই তাঁর, জানালেন তিনি। এ ছাড় তিনি মনে করেন ত্বকের ওপর দিয়ে যাদের অতিরিক্ত ধকল যায় তাদের ত্বকের বাহ্যিক যত্ন নেওয়ার পাশাপাশি প্রচুর পরিমাণে পানি, শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত।

                                               



    রূপবিশেষজ্ঞরা মনে করেন, পারতপক্ষে ত্বকের ওপর অতিরিক্ত মেকআপ না করে চোখ আর ঠোঁটকে সুন্দর করে সাজালেই জমকালো দেখাবে। হালফ্যাশনে গাঢ় রঙের লিপস্টিকের চল এসেছে, এর সঙ্গে চোখ দুটোকে ঘন মাসকারা এবং কাজল ও ক্রিম আইশ্যাডো দিয়ে সাজালেই হয়ে যাবে পার্টি সাজ। মেকআপ তোলার ক্ষেত্রে কোনো আলসেমি বা তাড়াহুড়া করা যাবে না। মেকআপ হালকা হোক বা চড়া তুলতে হবে খুব ভালোমতো। মেকআপ তোলার ধাপগুলো সেভাবে অনুসরণ করবেন। পরিষ্কার তুলা বা নরম কাপড়ে অলিভ অয়েল, বেবি অয়েল বা অয়েল বেজ মেকআপ রিমুভার দিয়ে ওপর থেকে নিচের দিকে হালকা ঘষে মেকআপ তুলতে হবে। ভালোভাবে মুছতে গেলে জোরে ঘষতে হবে, এই ধারণা সম্পূর্ণ ভুল। তুলায় যখন আর কোনো মেকআপ উঠে আসবে না তখন বুঝতে হবে মেকআপ ভালোমতো মুছে গেছে।


    তথ্যসূত্রঃ