ব্রণ কেন হয়?
5. কোষ্ঠকাঠিন্য কারণে এই ব্রণ হতে পারে বলে মনে করা হয়।
ব্রণ থেকে পরিত্রাণের উপায়ঃ
· সরাসরি রোদ থেকে ব্রণের আশংকা বেড়ে যায়। তাই ছেলেদের সান প্রটেক্টর, সানগ্লাস কিংবা ছাতা ব্যবহার করতে পারেন। এর ফলে ব্রণের সংখ্যা কিছুটা কমতে পারে। সরাসরি রোদ থেকে বাঁচার চেষ্টা করুন। এই রোদের আলো মুখের ত্বক ঘামিয়ে ব্রণ বেড়ে যায়।
· বার বার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলা উচিত। ঠান্ডা পানির ফলে লোমকূপ গুলো খুলে যায় তখন ভিতরে থাকা জীবাণু গুলো বেরিয়ে আসে। যার ফলে মুখে আর ব্রণ উঠতে পারেনা। এছাড়া ছেলেরাও অনেক সময় মুখে কিছু প্রসাধনী ব্যবহার করে। সেগুলার ফলেও ব্রণের সমস্যা দেখা দেয়।
· রাত জাগা ছেলেদের বর্তমান একটা অভ্যাস। রাত জাগা থেকে অনিদ্রা, টেনশন মানসিক চাপ ইত্যাদি সকল কিছু বেড়ে যায়। এই অনিদ্রা আর মানসিক চাপের ফলেও আমাদের ব্রণের সমস্যা বেড়ে যায়। ছেলেদের বেশির ভাগের এই সমস্যা গুলোর কারণে ব্রণ হয়ে থাকে বেশি।
December 09, 2021/ by Sifath Sultana
Department of ICE(BAUET)