ছেলেদের ব্রণ থেকে মুক্তির উপায়!!

ছেলেদের ব্রণ থেকে মুক্তির উপায়!!

Beauty Blogs
Hit Count : 346
বর্তমানে ত্বকের বিভিন্ন সমস্যার মধ্যে ব্রণের সমস্যা বেশি দেখা যায়। ছেলে মেয়ে উভয়েই একই সমস্যায় ভোগে। বয়ঃসন্ধির শুরুতেই এই ব্রণের সমস্য দেখা দেয়। ছেলেদের ও এই সময় থেকে ব্রণের সমস্যা দেখা দেয়। সাধারণত হরমোনাল ইমব্যালেন্স অর্থাৎ হরমোনের ভারসাম্যহীনতার জন্যেই ব্রণ হয়ে থাকে বলে ধারণা করা হয়। এছাড়া অনেক সময় ছেলেদের মুখের প্রসাধনী ব্যবহার করার ফলে ও এই ব্রণের সমস্যা হয়ে থাকে। তবে আমরা ব্রণ থেকে চিরতরে মুক্তি না পেলেও খাবারের প্রতি, ত্বকের প্রতি যত্নবান হলে, কিছু সচেতনতা বৃদ্ধি করলে এই সমস্যা অনেকাংশে রোধ করা যেতে পারে।


ব্রণ কেন হয়?

1. প্রথমত  হরমোনের পরিবর্তন বা কিছু  স্বাস্থ্যবিধির কারণে  ব্রণ হতে পারে। এর মধ্যে অন্যতম  হলো  হরমোনের পরিবর্তন।
2. ত্বকে ধুলোময়লা জমে থাকার কারনে ও ব্রণ হতে পারে।
3. বংশগত কারণ ও হয় ব্রণ হয় । 

4. ছাড়াও ত্বকে ভিটামিনের অভাবে ও হতে পারে।

5. কোষ্ঠকাঠিন্য কারণে এই ব্রণ হতে পারে বলে মনে করা হয়। 

ব্রণ থেকে পরিত্রাণের উপায়ঃ

  • ·       ছেলেদের সাধারণত ঘামের সমস্যা বেশি। সেই ঘাম থেকে ব্রণের সমস্যা বেশি হয়। যেমন ঘামের মধ্যে লুকিয়া থাকা ব্যাকটেরিয়া আমাদের মুখের ত্বকে ব্রণের সংখ্যা বাড়াতে সাহায্য করে। তাই যতবার সম্ভব হাত মুখ পরিষ্কার রাখা। এতে জমে থাকা ময়লা বেরিয়ে আসবে।
  •      খাবারে পরিবর্তন আনতে হবে। অনেক খাবার আছে যেগুলা খেলে সাধারণত ব্রণের সংক্রমণ বেড়ে যায়। সেসকল খাবার পরিহার করতে হবে। সাধারণত বাইরের খাবার খেলে ত্বকে তৈলাক্ত ভাব টা জমে যায়। সেসকল জাংক ফুড গুলো পরিহার করতে হবে।
  •      ছেলেরা সময় বাইরে থাকে যার ফলে বেশির ভাগ সময় চা অতিরিক্ত পান করে থাকেন। অতিরিক্ত চা পান করার ফলে ও অনেক সময় ব্রণের সমস্যা বেড়ে যায়। তাই চা খাওয়া পরিহার করতে হবে।
  • ·       সরাসরি রোদ থেকে ব্রণের আশংকা বেড়ে যায়। তাই ছেলেদের সান প্রটেক্টর, সানগ্লাস কিংবা ছাতা ব্যবহার করতে পারেন। এর ফলে ব্রণের সংখ্যা কিছুটা কমতে পারে। সরাসরি রোদ থেকে বাঁচার চেষ্টা করুন। এই রোদের আলো মুখের ত্বক ঘামিয়ে ব্রণ বেড়ে যায়।

  • ·       বার বার ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলা উচিত। ঠান্ডা পানির ফলে লোমকূপ গুলো খুলে যায় তখন ভিতরে থাকা জীবাণু গুলো বেরিয়ে আসে। যার ফলে মুখে আর ব্রণ উঠতে পারেনা। এছাড়া ছেলেরাও অনেক সময় মুখে কিছু প্রসাধনী ব্যবহার করে। সেগুলার ফলেও ব্রণের সমস্যা দেখা দেয়।

  • ·       রাত জাগা ছেলেদের বর্তমান একটা অভ্যাস। রাত জাগা থেকে অনিদ্রা, টেনশন মানসিক চাপ ইত্যাদি সকল কিছু বেড়ে যায়। এই অনিদ্রা আর মানসিক চাপের ফলেও আমাদের ব্রণের সমস্যা বেড়ে যায়। ছেলেদের বেশির ভাগের এই সমস্যা গুলোর কারণে ব্রণ হয়ে থাকে বেশি।


December 09, 2021/ by Sifath Sultana

Department of ICE(BAUET)


তথ্যসূত্র

  1. https://www.theuntoldtips.com/%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BE/
  2. https://www.somoyerkonthosor.com/2018/07/30/252945.htm
  3. https://www.panchmishali.com/2021/05/cheleder-mukher-bron-o-kalo-dag-dur-korar-upay.html
  4. https://biplobparbatipur.blogspot.com/2019/07/Solving-the-problems-of-boys-acne.html